ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘রহনপুর-সিঙ্গাবাদ রেলরুটে অচিরেই ৩ দেশের যাত্রী পরিবহন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
‘রহনপুর-সিঙ্গাবাদ রেলরুটে অচিরেই ৩ দেশের যাত্রী পরিবহন’

চাঁপাইনবাবগঞ্জ: রহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে অচিরেই পণ্যের পাশাপাশি তিন দেশের যাত্রী পরিবহন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্র।  

তিনি বলেছেন, ‘বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলরুট ত্রি-দেশীয় (বাংলাদেশ-ভারত-নেপাল) বাণিজ্যের দ্বার উন্মোচন করেছে।

ভারত এ রুট দিয়ে নেপালকে রেল ট্রানজিট দেওয়ায় বাংলাদেশ থেকে সহজেই নেপালে পণ্য সামগ্রী নেওয়া যাচ্ছে। এ রেলরুট দিয়ে ভারত হয়ে নেপালের বিরাটনগর কাছে হওয়ায় আমরা এ রুটকে বেছে নিয়েছি। ভবিষ্যতে এ রুট দিয়ে পণ্য পরিবহনের পাশাপাশি তিন দেশের মধ্যে যাত্রী পরিবহনও করা হবে। ’ 

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি রহনপুর রেলবন্দর ও শিবরামপুর জিরো পয়েন্ট পরিদর্শনে এসে এ কথা বলেন।  

এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের সচিব রঞ্জন যাদব ও রিয়া শেঠি। এর আগে দুপুর ২টার দিকে তিনি সোনা মসজিদ স্থলবন্দর থেকে রহনপুর রেলবন্দরে এসে পৌঁছান। পরে তিনি রহনপুর-সিঙ্গাবাদ রেলরুটের জিরো পয়েন্ট শিবরামপুর পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।