ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর গিন্টিং

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, অক্টোবর ৫, ২০২১
এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর গিন্টিং

ঢাকা: বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন এডিমন গিন্টিং।

মঙ্গলবার (৫ অক্টোবর) দায়িত্ব গ্রহণ করে তিনি মনমোহন প্রকাশের স্থলাভিষিক্ত হলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, মনমোহন প্রকাশ এডিবির দক্ষিণ এশিয়ার উপ-মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এখন থেকে এডিবির পক্ষ থেকে এডমিন গিন্টিং সব কার্যক্রম পরিচালনা করবেন এবং সরকার, উন্নয়ন অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে নীতিগত আলোচনায় এডিবির পক্ষ থেকে নেতৃত্ব দেবেন।

এডিবি জানায়, এডমিন গিন্টিং-এর ২২ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। যার মধ্যে এডিবিতে প্রায় ১৪ বছর। এডিবিতে যোগদানের আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে অর্থনীতিবিদ এবং ইন্দোনেশিয়ান পার্লামেন্টের বাজেট কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১ 
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।