ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে লাবিব ডাইংয়ের নতুন শিল্প কমপ্লেক্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
গাজীপুরে লাবিব ডাইংয়ের নতুন শিল্প কমপ্লেক্স

গাজীপুর: ইয়ার্ন ডাইং শিল্প ও ব্যবসার ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে গাজীপুরে অবস্থিত লাবিব ডাইং ফ্যাক্টরিতে নতুন শিল্প কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছৈ।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের মা সালমা বেগম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন লাবিব গ্রপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সিআইপি, ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান সিআইপি ও অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল(অব.) হাবিবুর রহমান কামালসহ অন্যান্য কর্মকর্তারা।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামালের নামানুসারেই এ কমপ্লেক্সের নামকরণ করা হয় ‘কামাল কমপ্লেক্স’, যা আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ ফ্যাক্টরি কমপ্লেক্স। যার সম্প্রসারণ কাজ শেষ হলে লাবিব ডাইংয়ের দৈনিক গড় উৎপাদন ৮০,০০০ এলবিএস থেকে বেড়ে দাঁড়াবে ১,৩০,০০০ এলবিএসে এবং এর বার্ষিক টার্নওভার ৫৫ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়াবে ৮৫ মিলিয়ন ডলারে।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।