ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডি-৮ ভুক্ত দেশকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
ডি-৮ ভুক্ত দেশকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ঢাকা: ডি- ৮ ভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। ডি-৮ কমিশনের ৪৪তম বৈঠকে এ আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

৮-৯ নভেম্বর ঢাকায় দুই দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ( পশ্চিম ও তথ্য প্রযুক্তি) শাব্বির আহমদ চৌধুরী ডি-৮ কমিশনারদের দুই দিনব্যাপী বৈঠকের উদ্বোধন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ এই বৈঠকে সভাপতিত্ব করেন। ডি-৮ মহাসচিব কু জাফর বিন কুশারি এবং ডি-৮ সদস্য দেশগুলোর কমিশনাররা বৈঠকে অংশ নেন। বৈঠকে বাণিজ্য, কৃষি-খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা, জ্বালানি-খনিজ, পরিবহন এবং পর্যটন সহযোগিতা আরও জোরদারে আলোচনা করা হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল ৮টি দেশের জোটের (ডি-৮) বর্তমান চেয়ারম্যান।  

তিনি চলতি বছর ৮ এপ্রিল ১০ম ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতির কাছ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।