ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক ও এস্তে মেডিক্যালের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, নভেম্বর ২৪, ২০২১
ওয়ান ব্যাংক ও এস্তে মেডিক্যালের মধ্যে চুক্তি

ঢাকা: ওয়ান ব্যাংক এবং এস্তে মেডিক্যালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত  হয়েছে।

এস্তে মেডিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ফায়সাল এবং ওয়ান ব্যাংকের হেড অব কার্ডস সৈয়দ মারুফ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংকের কার্ড হোল্ডাররা (ডেবিট, ক্রেডিট এবং প্রি-পেইড) অগ্রাধিকার ভিত্তিতে বছরব্যাপী চিকিৎসা সেবায় ১০ শতাংশ ডিস্কাউন্টসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা পাবেন। এছাড়াও ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা বছরব্যাপী শূন্য শতাংশ স্মার্ট  ইএমআই এর আওতায় ১২ মাসের সুদ মুক্ত কিস্তি ব্যবহারের সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।