ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেরা ইন্ডেন্টিং সেবা রপ্তানিকারক পুরস্কার পেল জিশান গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
সেরা ইন্ডেন্টিং সেবা রপ্তানিকারক পুরস্কার পেল জিশান গ্রুপ

ঢাকা: জিশান গ্রুপ অব কোম্পানিজ গত ৩০ বছর ধরে বাংলাদেশের বাজারে প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজের ওয়ান স্টপ সলিউশন প্রোভাইডার হিসেবে পরিচিত। এই দীর্ঘ যাত্রায় ধারাবাহিক ভাবে ৪ বার 'সেরা ইন্ডেন্টিং সার্ভিস এক্সপোর্টার্স অ্যাওয়ার্ড ২০২০' এ প্রথম পুরস্কার অর্জন করেছে।

বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (ইওঅঅ) সেবা রপ্তানি খাতে তাদের অবদানের জন্য ১১টি ইন্ডেন্টিং ফার্মকে পুরস্কৃত করেছে।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে বিআইএএ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকে. রফিকুল ইসলাম পিএএ, আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক, এ.এইচ.এম. আহসান, ভাইস চেয়ারম্যান এবং সিইও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট আবু হেলালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএ’র সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুম।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।