ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সৈয়দপুরে বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ৬, ২০২২
সৈয়দপুরে বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন সুব্রত কুমার রুদ্র

নীলফামারী: নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের জাঁকজমকপূর্ণ হালখাতা।  

সোমবার (৬ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ অনুষ্ঠানে রংপুর, বদরগঞ্জ, দিনাজপুর, নীলফামারীসহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা অংশ নেন।

 

সৈয়দপুর ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সৈয়দপুরে বসুন্ধরা সিমেন্টের পরিবেশক মেসার্স এল এন ট্রেডার্স কোম্পানির কর্ণধার সুব্রত কুমার রুদ্র।  

এতে বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের নর্থ উইং প্রধান মো. জিল্লুর রহমান, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী সফিকুল ইসলাম ডাব্লু, সৈয়দপুর সিটি ব্যাংক শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান, কামরুল হুদা, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম, নজরুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।  

সভায় শুভেচ্ছা বক্তব্যে মেসার্স এল এন ট্রেডার্স কোম্পানির কর্ণধার সুব্রত কুমার রুদ্র বলেন, প্রায় ২১ বছর ধরে কিং ব্র্যান্ড সিমেন্টের ব্যবসা করছি। কোনোদিন কোনো অভিযোগ পাইনি। বসুন্ধরার কিং ব্র্যান্ড সিমেন্টে মানুষের আস্থা বেশি। তাই চাহিদাও প্রচুর।  

বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের নর্থ উইং প্রধান মো. জিল্লুর রহমান রহমান বলেন, অন্যান্য সিমেন্টের তুলনায় কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান ভালো হওয়ায় মানুষের কাছে দিন দিন এর চাহিদা বাড়ছে। এ সিমেন্ট সবার কাছে সমাদৃত।  

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী সফিকুল ইসলাম ডাব্লু বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে অবিরত কাজ করে চলেছে। তাদের উৎপাদিত সিমেন্ট দিয়ে মানুষ কষ্টের বাড়ি তৈরি করছেন। বসুন্ধরার প্রতিটি পণ্যই মানুষের আস্থা অর্জন করেছে।  

অনুষ্ঠানে রংপুরের ইমারত ট্রেডিংয়ের মালিক দেবাশীষ গুপ্ত বলেন, বসুন্ধরা সিমেন্ট দ্রুত জমে। গুণগত মানও ভালো। কোয়ালিটি ভালো, দামেও সস্তা। তাই এ সিমেন্টের খ্যাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র। বসুন্ধরা কিং ব্র্যান্ড জন্মের পর থেকেই আমার দোকানে বিক্রি করছি।  

অনুষ্ঠানে কেক কাটেন মেসার্স এল এন ট্রেডার্সের মালিকের স্ত্রী পর্ণা রুদ্র। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারই মেয়ে সানিয়া রুদ্র।  

পরে আগত ব্যবসায়ীদের হাতে নানা পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া কিং ব্র্যান্ড সিমেন্টের সর্বোচ্চ বিক্রেতাদের পুরস্কৃত করা হয় এসময়। এর মধ্যে প্রথম পুরস্কার দেওয়া হয় ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার ডিপ ফ্রিজ ও তৃতীয় পুরস্কার হিসেবে মাইক্রো ওভেন দেওয়া হয়। আগত অতিথিদের জন্য ছিল মধ্যাহ্নভোজ ও চা-কফি-নাস্তার আয়োজন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।