ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকশীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ২০, ২০২২
বকশীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের হালখাতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুরে বকশীগঞ্জ শহরের মেসার্স সাত্তার ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অনুষ্ঠান হয়।

বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর মেসার্স সাত্তার ট্রেডার্সের মালিক মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হালখাতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের টাঙ্গাইল অঞ্চলের এরিয়া সেলস ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন।

এছাড়া বসুন্ধরা সিমেন্টের অ্যাসিস্ট্যান্ড সেলস এক্সিকিউটিভ প্রকৌশলী মেহেদী হাসানসহ বসুন্ধরা সিমেন্টের বিক্রেতারা উপস্থিত ছিলেন।

এবার জেলার সেরা বসুন্ধরা সিমেন্ট বিক্রেতা নির্বাচিত হয় আমির হোসেন এন্টারপ্রাইজ। এ জেলায় বসুন্ধরা সিমেন্টের সর্বোচ্চ বিক্রেতা হিসেবে এলইডি টেলিভিশন পুরস্কার জিতে নেন প্রতিষ্ঠানটির কর্ণধার আমির হোসেন।

বিক্রিতে দ্বিতীয় পুরস্কার হিসেবে মাইক্রোওয়েভ ওভেন জিতে নেয় মেসার্স আরিফ স্টোর।

এছাড়া সেরা পাঁচজন বিক্রেতাকে পুরস্কৃত করা হয়। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ২০, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।