ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুলাদীতে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
মুলাদীতে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা-১৪২৯ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলা সদরের বাধরোডস্থ মেসার্স জিবান এন্টারপ্রাইজের আয়োজনে এ হালখাতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চৌধুরী।

উপস্থিত ছিলেন- মেসার্স জিবান এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. মেহেদি হাসান কাইয়ুম, বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের সহকারী সেলস অফিসার মো. সোহেল রানা, স্থানীয় ব‌্যবসায়ী মো. রাজিব, কিং ব্র্যান্ড সিমেন্টের রিটেইলার কুতুব উদ্দিন প্রমুখ।

এতে বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগতমান ও ধারাবাহিক ঐতিহ্যসহ বাংলাদেশের উন্নয়নশীল প্রকল্পে কিং ব্র্যান্ড সিমেন্টের অবদান তুলে ধরা হয়।

হালখাতায় ৪০ জন রিটেইলার উপস্থিত ছিলেন। রিটেইলারদের মধ্য থেকে ১০ সেরা বিক্রেতাকে পুরস্কৃত করা হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।