ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, অক্টোবর ৮, ২০২২
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে ৭ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।  

শনিবার (৮ অক্টোবর) সকাল থেকে দেশের অন্যতম রফতানিমুখর এ বন্দর দিয়ে বিভিন্ন পণ্য ভারতের আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

এতে করে বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরে আসে। তবে রবিবার (৯ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় ফের আখাউড়া বন্দরে ছুটি থাকবে।  

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতা মনির হোসেন বাবুল জানান, দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এবং ৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ শেষে শনিবার থেকে স্বল্প পরিসরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রবিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধের পর সোমবার থেকে বন্দরের সার্বিক বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু হবে।

তিনি আরও জানান, ধর্মীয় অনুষ্ঠান ও সাপ্তাহিক ছুটির সময়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও উভয় দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকে।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।