ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০৫ কোটি টাকায় কালিঙ্গা নদীতে সেতু নির্মাণের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
১০৫ কোটি  টাকায় কালিঙ্গা নদীতে  সেতু নির্মাণের অনুমোদন

ঢাকা: পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় কালিঙ্গা নদীর ওপর ৬১৪ মিটার ব্রিজ নির্মাণের কাজ পেল ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সেতুটি নির্মাণে মোট খরচ হবে ১০৫ কোটি ২৬ লাখ ১ হাজার ২৫ টাকা।

 

বুধবার (১২ অক্টোবর) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ২টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং বিদ্যুৎ বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটি ৪টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। মোট অর্থের পরিমাণ ২ হাজার ৪৯৪ কোটি ৫০ লাখ ২ হাজার ৪৯৮ টাকা।  

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় কালিঙ্গা নদীর ওপর ৬১৪ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ অবশিষ্ট পূর্ত কাজ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কাছ থেকে ১০৫ কোটি ২৬ লাখ ১ হাজার ২৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
জিসিজি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।