ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে দুদিন ব্যাপী উই সামিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
রাজধানীতে দুদিন ব্যাপী উই সামিট রাজধানীতে ২ দিন ব্যাপী উই সামিট

ঢাকা: দেশের নারীদের স্বাবলম্বীকরণের প্রত্যয় নিয়ে রাজধানীতে দু’দিন ব্যাপী উই সামিট ২০২২ শুরু হয়েছে। এর আয়োজনে রয়েছে ওমেন অ্যান্ড ই-কমার্স।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উই সামিট ২০২২-এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।

এ সময় মোজাম্মেল হক বলেন, আমি একটি স্লোগান দেখলাম ‘আমরা নারী, আমরা পারি’, আসলেই তাই, নারীরা সব ক্ষেত্রে অনেক এগিয়েছেন। সরকারেও সচিব, বিচারপতি, শিক্ষাসহ সব সেক্টরে আজ নারীরা ভূমিকা রাখছেন। এটা কারও দয়ায় হয়নি, সবাই তাদের যোগ্যতায় এসেছেন। কিছু ধর্মান্ধরা মিথ্যা অপব্যাখ্যা দিয়ে নারীদের পিছিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে নারীরা আজ সব ক্ষেত্রে অবদান রাখছেন।

তিনি বলেন, আগে কোথাও মায়ের নাম লিখতে হতো না, এখন সব কাজে মায়ের নাম লিখতে হয়। এটা থেকে বুঝা যায় প্রধানমন্ত্রী যথাযথভাবে নারীদের মূল্যায়ন করে যাচ্ছেন। নারীদের ক্ষমতায়নের জন্য একক চেষ্টার পাশাপাশি সম্মিলিত চেষ্টায় নারীরা আগামীতে আরও এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ঘোষণা কারণেই একটি উইয়ের মতো ভার্চ্যুয়াল প্রতিষ্ঠান গড়া সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শুধু ঘোষণাই দেননি এটি বাস্তবায়ন করেছে। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।  

তিনি বলেন, আমরা এখানে অনেক পরিবর্তন ও উন্নতি দেখতে পাচ্ছি। আইসিটি সেক্টরে পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ বাড়ছে।

উইম্যান অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, করোনা কমে গেছে পৃথিবী এখন স্বাভাবিক হয়েছে, দয়া করে আপনারা আপনাদের উদ্যোগটা বন্ধ রাখবেন না, এটা চালিয়ে যেতে হবে। আপনারা আপনাদের পণ্য এক্সপোর্ট করবেন, অবশ্যই করেন তবে দেশের চাহিদা মিটিয়েই তা করবেন।

আয়োজনের মূল সহযোগী হিসেবে রয়েছে বিশ্বব্যাংকের প্রজেক্ট উইমেন এন্টারপ্রেনারস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (উই-ফাই)। উই-ফাই হলো একটি বিশ্বব্যাংকের কারিগরি সহায়তা প্রকল্প যা নারী এসএমই উদ্যোক্তাদের জন্য বাজারের সুযোগ তৈরি নিয়ে কাজ করে।

দু’দিনব্যাপী সামিটে থাকছে নানা আয়োজন। প্রথম দিনে উদ্যোক্তাদের ব্যবসায়ীক কাজে বেশ সহায়তা করবে এমন কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা পর্বের আয়োজন করা হয়। ফেসবুকে ই-কর্মাসের সুষ্ঠু ব্যবহার, প্রযুক্তির সহায়তায় ব্যবসাকে আরও এগিয়ে নেওয়া, কুরিয়ার ও লজিস্টিক সেবা ব্যবহারসহ নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা পর্বগুলো।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন আইসিটি বিভাগ, বিকাশ, ব্যাংক এশিয়া ও স্টেডফার্স্ট কুরিয়ার।

প্রায় ১৩ লাখ সদস্যের এ ফেসবুক গ্রুপ গত ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে নারী উদ্যোক্তা সৃষ্টিতে। দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় কমিউনিটি উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট উইয়ের মাধ্যমে দেশে প্রায় ৪ লাখ নারী উদ্যোক্তা হয়েছেন। আর এ নারী উদ্যোক্তাদের নিয়েই প্রতিবছর উইয়ের চমৎকার আয়োজন উই সামিট, দেশের নারী উদ্যোক্তাদের এক অনন্য মিলনমেলা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।