ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অল্প সময়ের ভালো সাফল্য পেয়েছে আলফা ইনস্যুরেন্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
অল্প সময়ের ভালো সাফল্য পেয়েছে আলফা ইনস্যুরেন্স

ঢাকা: আলফা ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি. নতুন করে শুরু করলেও অল্প সময়ের মধ্যেই ভালো সাফল্য পেয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। যথাযথ আইন মেনে অর্থনৈতিক সুযোগগুলোকে কাজে লাগিয়ে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে পারলে আগামীতে প্রতিষ্ঠানটি এই সেক্টরের রোল মডেল হতে পারে বলেও অভিমত প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৫ অক্টোবর) রাতে গুলশান-১ এর সেলিব্রেটি কনভেনশন হলে আলফা ইসলামি লাইফ ইনস্যুরেন্স লি. এর ১০০ কোটি টাকার ব্যবসায়ীক অর্জন এবং ডিনার পার্টি উদযাপন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশীয় ইনস্যুরেন্স কোম্পানি ঠিকমত কাজ না করলে এই খাত বিদেশি বড় বিনিয়োগকারীদের কাছে চলে যেতে পারে। যা দেশের জন্য কাম্য নয়। কিছু কিছু ইনস্যুরেন্স কোম্পানির কারণে এই সেক্টরের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আলফা ইসলামি লাইফ ইনস্যুরেন্সকে সেই হারানো সুনাম ফিরিয়ে আনার জন্য আইন মেনে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট এবং আলফা ইসলামি লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন (কাজল)।

তিনি বলেন, আমরা আলফা ইসলামি লাইফ ইনস্যুরেন্সের ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছি সব নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য। নিয়মনীতি যথাযথভাবে না মেনে আমরা কোনো ব্যবসা করব না। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যেসব আইন-কানুন ও দিক নির্দেশনা রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে পালন করেই পেশাদারিত্বের ভিত্তিতে কাজ চলছে।

আলফা ইসলামি লাইফ ইনস্যুরেন্স আইনের বাইরে এক বিন্দুও যাবে না উল্লেখ করে তিনি বলেন, সততা এবং দক্ষতার কারণে ৯ মাসে এই ১০০ কোটি টাকার ব্যবসায়ীক অর্জন সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান (লাইফ) ও মো. নজরুল ইসলাম (নন-লাইফ) তাদের বক্তব্যে বীমা খাতের নানা দিক তুলে ধরেন।

কামরুল হাসান বলেন, আলফা ইসলামি লাইফ ইনস্যুরেন্সের বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রাহকদের কোনো অভিযোগ পাইনি। ৭ দিনের মধ্যেই তারা মৃত্যু দাবির পরিশোধ করছে, যা প্রশংসার দাবিদার। যেভাবে প্রতিষ্ঠানটি আইন মেনে এগিয়ে যাচ্ছে, তা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা প্রতিষ্ঠানটির ১ হাজার ৪০০ প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে আলফা ইসলামি লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।