জয়পুরহাট: বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সহ-সভাপতি আনিসুর রহমান বলেছেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর হলেন আধুনিক স্বর্ণশিল্পের রূপকার।
সারা দেশের সাধারণ জুয়েলারি মালিকরা বাজুসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার ফল পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, চুরি ও ডাকাতির গহনা উদ্ধারে পুলিশ এখন ব্যাপক সক্রিয়। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে জুয়েলারি শিল্প নতুন উচ্চতায় পৌঁছে যাবে।
সোমবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জয়পুরহাট শহরের সরকারি কলেজ রোডের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনিসুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়।
পরে বাজুসের কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবাহান আনভীরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি আনিসুর রহমান ছাড়াও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুসের সহ-সম্পাদক মো. লিটন হাওলাদার, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব মো. রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য এনামুল হক সোহেলসহ অনেকে বক্তব্য দেন।
মতবিনিময় সভায় বাজুস জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ এস নূরুন নবী দেওয়ান সভাপতিত্ব করেন।
পরে এক মধ্যাহ্নভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জেলার পাঁচটি উপজেলার স্বর্ণ ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এসআই