ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই: কেন্দ্রীয় ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, নভেম্বর ১৩, ২০২২
ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই: কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: বর্তমানে দেশের ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

 

রোববার (১৩ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

এতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

বাংলাদেশ সময়ধ ২১২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।