বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে সিপাহীজলা জেলার ঝরঝরিয়া কুকিয়াছড়ার রাবার বাগানে অভিযান চালায় যৌথ বাহিনী। এদিনের অভিযানে ১শ' ফুট চেরাই কাঠ, ৮০ ফুট গাছের লগ ও কাঠ চেরাই করার একটি মিনি স’মিল জব্দ করে।
এ দিনের অভিযানের নেতৃত্বে ছিলেন এডিশনাল এস পি এস কে ডার্লং, সিপাহীজলা জেলার অন্তর্গত মেলাঘর বন দফতরের অফিসের কর্মকর্তা ও বিশাল পুলিশ বাহিশী।
এদিন জব্দকৃত কাঠ ও লগের মূল্য ১ লাখ ৩০ হাজার রুপি এবং মিনি স’মিলের মূল্য দেড় লাখ রুপি। জব্দ করা কাঠসহ মিলটি মেলাঘর বনদফতরের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। তারা ঘটনা স্থলে পৌঁছার আগে চোরাকারবারিরা গভীর জঙ্গলে গা ঢাকা দিতে সক্ষম হয়।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এসসিএন/জেডএম