ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে শীতকালীন ছুটি শুরু মঙ্গলবার, থাকবে ১৪ দিন বন্ধ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, ডিসেম্বর ১৯, ২০২২
শাবিপ্রবিতে শীতকালীন ছুটি শুরু মঙ্গলবার, থাকবে ১৪ দিন বন্ধ

শাবিপ্রবি, (সিলেট): শীতকালীন অবকাশ উপলক্ষে ১৪ দিন ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।  

এতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শুরু এ ছুটি হয়ে চলবে সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী।

তিনি বলেন, শীতকালীন অবকাশ উপলক্ষে আগামী (২০ ডিসেম্বর) থেকে সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।  

অন্যদিকে দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে শনিবার (৩১ ডিসম্বর) পর্যন্ত। ছুটির পর যথারীতিতে রোববার (১ জানুয়ারি) দাপ্তরিক কার্যক্রম এবং মঙ্গলবার (৩ জানুয়ারি) একাডেমিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।