বেসরকারি ছয় কলেজের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচ টি ইমাম ও রাশেদ খান মেননের নামে থাকা কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
টাঙ্গাইলের গোপালপুরের হাদিরা ভাদুরীরচর কলেজের নাম পরিবর্তন করে হাদিরা ভাদুরীরচর আব্দুস সালাম পিন্টু কলেজ, সিরাজগঞ্জের উল্লাপাড়ার এইচ. টি. ইমাম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে উল্লাপাড়া ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জের শাহজাদপুরের ঠুটিয়া ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ঠুটিয়া কলেজ, বগুড়া সদরের ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা নৈশ মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা মহাবিদ্যালয় করা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ীর খোলারহাট মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে বীর শহীদ আবু সাঈদ স্মৃতি কলেজ, কুড়িগ্রামের ফুলবাড়ীর রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে দাশিয়ার ছড়া মহাবিদ্যালয় করা হয়েছে।
এমআইএইচ/এমজেএফ