ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের ৫০ বছর পূর্তি উদযাপন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ডিসেম্বর ২৫, ২০২২
ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের ৫০ বছর পূর্তি উদযাপন 

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার (২৫ ডিসেম্বর)। এই উপলক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব  করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এ কে এম  আসাদুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এম এম  শফিউদ্দিন, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মামুনুর রশীদ ভূঁইয়া, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনামুল হক, ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকী, বাংলাদেশ শিপিং করপোরেশনের যুগ্ম সচিব পিযুষ কান্তি, আয়োজনের আহ্বায়ক প্রফেসর মেরাজুল ইসলামসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা।

শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন, ম্যাগাজিন ফুলারিনের মোড়ক উন্মোচন, অনুভূতি প্রকাশ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হয় এই উৎসব।  

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ১৯৭১-৭২ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া রসায়ন বিভাগ দেশের সীমানা পেরিয়ে এখন বিদেশেও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এ বিভাগ থেকেই তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে অসংখ্য শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সরকারি কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।