ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এনটিকিউবি) সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় সারাদেশে পাস করেছে মোট ২২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী।

মোট পাসের হার ৮৫.৯২ শতাংশ।

সোমবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফল প্রকাশ করেন এনটিকিউবি এর মহাপরিচালক মাওলানা মাসীহুল্লাহ মাদানী। পাশাপাশি এনটিকিউবির ওয়েবসাইটেও সবার জন্য ফলাফল উন্মুক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর সারাদেশে প্রায় ৪১৬টি কেন্দ্রে মোট ২৬ হাজার ২৭৩ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৮৫.৯২ শতাংশ। এছাড়া সারাদেশের সেরা দশে জায়গা পেয়েছে ৯৯ জন ছাত্রছাত্রী। সমাপনী পরীক্ষায় আরবি-তরিকে তালিমের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ মোট ছয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বোর্ডের মহাপরিচালক মাওলানা মাসীহুল্লাহ মাদানী বলেন, অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজাতকরণে নূরানী তালিমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারাদেশে নিজস্ব সিলেবাসে বাংলা ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে এনটিকিউবির পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান বলেন, আমাদের শিশু-কিশোরদের মধ্যে আদব আখলাক ও সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। আমরা আগামী প্রজন্মকে কুরআনিক সোসাইটি হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষিত শান্তিপ্রিয় দেশপ্রেমিক নিবেদিতপ্রাণ জনবল তৈরিতে কাজ করছে নূরানী বোর্ড।

মুখ্য আলোচকের বক্তব্যে বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে কুরআনের মক্তব প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ঈমানের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত (রহ.)-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালিমুল কুরআন বোর্ড।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসসি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।