ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইংরেজি বর্ষবরণ: ঢাবিতে প্রবেশে কড়াকড়ি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
ইংরেজি বর্ষবরণ: ঢাবিতে প্রবেশে কড়াকড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রতিবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইংরেজি নববর্ষ বরণ করার জন্য কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রবেশ পথে পুলিশ, আনসার ও বিএনসিসির সদস্যারা অবস্থান নেন।

 

সরেজমিনে দেখা গেছে, নীলক্ষেত, শাহবাগ, পলাশীতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

দায়িত্বরত পুলিশ সদস্য বাংলানিউজকে বলেন, বর্ষবরণের জন্য সন্ধ্যা ছয়টা থেকে আইডিকার্ড চেক করা হচ্ছে। সবার নিরাপত্তা নিশ্চিতে রাত দুইটা পর্যন্ত এই কড়াকড়ি চলবে।


 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, আমরা বর্ষবরণের উৎসব বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য উন্মুক্ত রাখতে চাই। আমরা নিরাপত্তা, আনন্দ, সৌন্দর্য সবকিছুর সমন্বয় করেছি। ঢাবি পরিবার বহির্ভূতরা যেন সামাজিক, পারিবারিক পরিবেশে উৎসব উদযাপন করে। ঢাবির স্টিকার ব্যতীত অন্য গাড়িগুলো যেন আজকে ক্যাম্পাসে না আসে।

তবে ইমার্জেন্সি সার্ভিসগুলো কড়াকড়ির বাইরে থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।