ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার আয়োজনে এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের পরিচালনায় ও প্রধান শিক্ষক কে এম মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান, বিশেষ অতিথি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপুসহ স্কুলের শিক্ষকবৃন্দ। পরে প্রধান অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন-খন্দকার সাদমান, শিহাব হোসেন, পিয়াল হাসান দুর্জয়, মো. আলিফ, তূর্য বিশ্বাস, মহসিন ইসলাম তন্ময়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।