আগামী রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২৭ জুলাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছিল, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী ৪০ নম্বর বা তার বেশি অর্জন করেছেন, তাদের মধ্যে জাতীয় মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।
এএটি