ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্র মৈত্রীর

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।

বুধবার দুপুর সাড়ে ১২টায় এক মানববন্ধন কর্মসূচি পালন করার সময় তারা এ দাবি জানান।



বিশ্ববিদ্যালয় ভাস্কর্য্য চত্বরে এ মানববন্ধন কর্মসূচিতে নেতারা মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে নেতারা প্রশ্ন রাখেন- ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন হলে ছাত্র সংসদ নির্বাচন কেন হবে না?’

কর্মসূচিতে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আল-আমিন মাহাদী, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি
রফিকুল ইসলাম জাহিদ, কেন্দ্রীয় সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অরূপ সরকার প্রিন্স, বিশ্ববিদ্যালয় ছাত্র শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন আবির ও ছাত্র ফেডারেশন নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার জবি শিক্ষক সমিতির প্রথম নির্বাচনের ভোটগ্রহণ  অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্র মৈত্রীর নেতারা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনের মতো নবীন এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলার জন্য শিগগিরই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

এমএমএস
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।