ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা ওয়ার্কশপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা ওয়ার্কশপ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (০২ মার্চ) গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান।  

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ ওয়ার্কশপের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে অভিযোগ আছে শিক্ষার্থীরা ক্লাসে আসে না। আসবে কি করে, তারা তো মজা পায় না। আমরা যদি শিক্ষার্থীদের ক্লাসে মজা দিতে পারি, সঠিক শিক্ষা দিতে পারি তাহলে শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসে আসবে।  

তিনি বলেন, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে হবে, এর বিকল্প নেই।  

অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ও উন্নত দেশের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে আমাদের দেশে বিশাল পুঁজির দরকার। এই পুঁজির অন্যতম মাধ্যম হতে পারে দেশের পুঁজিবাজার। এই পুঁজি মূলত সাধারণ মানুষের কাছ থেকে আসে। তাই পুঁজিবাজারে আপনার বিনিয়োগ যাতে নিরাপদ হয় সেটা আপনাকেই নিশ্চিত করতে হবে। আর সে লক্ষ্যেই পুঁজিবাজার সম্পর্কে সঠিক শিক্ষা প্রদানের জন্য বিআইসিএম কাজ করে যাচ্ছে। এখান থেকে সঠিক শিক্ষা নিয়ে তা বাস্তবায়ন করতে পারলেই আমাদের আমাদের সার্থকতা।

বিআইসিএমের অনুষদ সদস্যরা ওয়ার্কশপটি পরিচালনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. বিন কাশেম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম মুজাহিদুল ইসলাম।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. খায়রুল আলম রাসেল।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এসএমএকে এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।