ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নলছিটিতে এসএসসির প্রথম দিনেই ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
নলছিটিতে এসএসসির প্রথম দিনেই ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে বি.জি. ইউনিয়ন একাডেমি কেন্দ্র থেকে একজনকে ও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্র থেকে তিনজনকে বহিষ্কার করা হয়।

 

এছাড়া নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়।  

নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রের সচিব মো. জলিলুর রহমান আকন্দ জানান, রোববার (৩০ এপ্রিল) বাংলা পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন ওই কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন।

বি.জি. ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. আলি হায়দার জানান, বাংলা প্রথমপত্র পরীক্ষায় ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।