ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের যাতায়াতে গ্রীণ ইউনিভার্সিটির তিনটি বাস চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ২৬, ২০১২
শিক্ষার্থীদের যাতায়াতে গ্রীণ ইউনিভার্সিটির তিনটি বাস চালু

ঢাকা : গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াত ও সময় মতো ক্লাসে উপস্থিত থাকার সুবিধার্থে সম্পূর্ণ নতুন তিনটি বাস চালু করেছে।

বাসগুলো রাজধানীর মতিঝিল, টঙ্গি এবং আজিমপুর থেকে বিশ্ববিদ্যালয়ে চলাচল করবে।



শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ খসরু ফিতা কেটে বাস তিনটির উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সমস্যার জন্য অনেক সময় ক্লাসে উপস্থিত হতে বিলম্ব হয়। এ বাসগুলো চালুর ফলে এ সমস্যার সমাধান হবে। তিনি বলেন, গ্রীণ ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে আন্তরিক। ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে আরো বাস ক্রয় করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: শহীদ উল্লাহ, ছাত্র-বিষয়ক পরিচালক লুৎফর রহমান জয়সহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।