ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীকে প্রাথমিক শিক্ষক সমিতির অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১২

ঢাকা : নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিবেচনায় নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

সমিতির সভাপতি মো. আবুল বাসার ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা সোমবার এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দন জানান।



একই সঙ্গে আন্দোলনকারী সকল শিক্ষক-শিক্ষিকাকেও অভিনন্দন জানান তারা।

বিবৃতিতে আরো বলা হয়, সারাদেশের প্রায় ২৪ হাজার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ শিক্ষক-শিক্ষিকার দীর্ঘদিনের আন্দোলনে আর্জিত সাফল্য গণতান্ত্রিক অধিকার ও অগ্রযাত্রাকে আরো সমুন্নত করবে।

বাংলাদেশ সময় : ১৯১২ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরএম/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।