ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির দুই প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুন ৯, ২০১২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত দুই প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কার্যালয়ে পদত্যাগী প্রো-ভিসি ড. হারুন-অর-রশিদ নতুন নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব বুঝিয়ে দেন।



নতুন দুই প্রো-ভিসি হলেন- বিশ্ববিদ্যালয়ের আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন ড. নাসরিন আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ড. শহীদ আকতার হোসাইন।

এদিকে কোষাধ্যক্ষ কার্যালয়ে পদত্যাগী কোষাধ্যক্ষ ড. মিজানুর রহমান নতুন কোষাধ্যক্ষ ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দীনকে দায়িত্ব বুঝিয়ে দেন।

দায়িত্ব গ্রহণের পর দুই প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অভিনন্দন জানান।

উপাচার্যের সঙ্গে বিরোধের জের ধরে গত ৫ জুন ড. হারুন-অর-রশিদ ও ড. মিজানুর রহমান শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগের আবেদন করেন।

এরপর ৬ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় আচার্য এবং রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দুইজন প্রো-ভিসি ও একজন কোষাধ্যক্ষ নিয়োগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবারের মতো দু’জন প্রো-ভিসি নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এমএইচ/এমআইএইচ/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।