ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরবর্তী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুন ১০, ২০১২
এসএসসি পরবর্তী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার

বিশ্বায়নের এই যুগে ইন্ডাস্ট্রির সংখ্যা ক্রমশই বাড়ছে। আর এ কারণে বাড়ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব।

নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র শিক্ষা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষা। সময়ের সবচেয়ে সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে বিবেচিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শুধু দেশিয় সরকারি বেসরকারি চাকরিরই সুযোগ তৈরি করে না। বিদেশেও আছে সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি উচ্চতর শিক্ষার অবারিত সুযোগ।

আর দেশে বেসরকারি পর্যায়ে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরির কাজটি করে যাচ্ছে সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি(এসআইএমটি)। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদনপ্রাপ্ত প্রায় ২০০টি বেসরকারি পলিটেকনিকের মধ্যে ওয়াল্ড ব্যাংকের বাছাইকৃত সেরা ৫টি বেসরকারি পলিটেকনিকের মধ্যে এটি অন্যতম। এ প্রতিষ্ঠানে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৪বছর মেয়াদী(৮সেমিস্টার) ১১তম ব্যাচে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

ভর্তি বিভাগসমুহ: ডিপ্লোমা ইন  সিভিল, টেক্সটাইল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, আর্কিটেকচার, টেলিকমিউনিকেশন, গার্মেন্ট ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, ম্যাকানিক্যাল। এছাড়াও ৪ বছর মেয়াদী এয়ার ক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং(অ্যারোস্পেস/এভিয়নিক্স), সিরামিক টেকনোলজি, লেদার টেকনোলজি, মেরিন/শিপ বিল্ডিং টেকনোলজি) ভর্তির সুযোগ রয়েছে।

ভর্তি যোগ্যতা: যেকোন সাল ও গ্রুপে এসএসসি/সমমান(ভোকেশনাল সহ)। তবে ন্যুনতম জিপিএ ২.৫ থাকতে হবে।

বিশেষত্ব: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শীর্ষমান ধরে রাখা এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এমনিতেই বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে। তার পরে ওয়াল্ড ব্যাংকের বিশেষ অনুদান শিক্ষা কার্যক্রমকে করে তুলছে আরো গতিশীল। ওয়াল্ড ব্যাংকের অনুদান প্রাপ্তির ফলে শিক্ষার্থীরা প্রতিমাসে ৮০০/-টাকা করে শিক্ষাবৃত্তি পাবে। থাকছে ফ্রি ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা। প্রায় শতভাগ ব্যবহারিক ক্লাসের নিশ্চয়তা, দক্ষ ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী। ডুয়েল কোরের ১৫০টি কম্পিউটার সমৃদ্ধ ৩টি আধুনিক ল্যাবসহ ওয়াইফাই নেটওয়ার্কিং সমৃদ্ধ আধুনিক ক্যাম্পাস। প্রতিষ্ঠানটিতে রয়েছে জব প্লেসমেন্ট বিভাগ। বিভাগটি সদ্য বের হওয়া শিক্ষার্থীদের ভালেঅ চাকরি পেতে সব ধরনের সহযোগিতা করে থাকে।

আগ্রহী শিক্ষাথী-অভিভাবকেরা সরেজমিন ক্যাম্পাস পরিদর্শন করে ভর্তির সিদ্ধান্ত নিতে পারেন।

এসআইএমটি: বাড়ি- ০১, রোড- ০২, ব্লক-বি, সেকশন- ০৬, মিরপুর, ঢাকা।
ফোন: ০১৯৩৬০০৫৮১৬-১৮, ৮০৩৩০৩৪, ০১৭৬৭৭১৭০৫০। ময়মনসিংহ ক্যাম্পাস: ২৮, বাউন্ডারি রোড, প্রাণি হাসপাতালের বিপরীতে, ময়মনসিংহ। মোবাইল ফোন: ০১৯৩৬০০৫৮৫১, বগুড়া ক্যাম্পাস: কানছগাড়ি, শেরপুর রোড, বগুড়া। মোবাইল- ০১৯৩৬০০৫৮৫৫,০১৭১৬২৬৯১৫৫। জামালপুর ক্যাম্পাস: নিউ কলেজ রোড, জামালপুর। মোবাইল- ০১৭১৬৫৫৯৪৯৩, ০১৯৩৬০০৫৮৮১

বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, জুন ১০, ২০১২
পিআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।