ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ফার্মেসি অনুষদের নতুন ডিন ড. ফিরোজ আহমেদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
ঢাবির ফার্মেসি অনুষদের নতুন ডিন ড. ফিরোজ আহমেদ অধ্যাপক ড. ফিরোজ আহমেদ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ নিয়োগ প্রদান করেছেন।

 

শুক্রবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ,১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে এই নিয়োগ প্রদান করেন।

‘ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগ লাভ ও যোগদান করায় উক্ত ডিনের পদে অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে নিয়োগ প্রদান করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৬,  ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।