ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা: ভোলায় প্রথম দিনে অনুপস্থিত ৩৭২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এসএসসি পরীক্ষা: ভোলায় প্রথম দিনে অনুপস্থিত ৩৭২

ভোলা: জেলায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার ৪৯টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।

এ বছর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৫৩৮ জন। তাদের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৭২ জন।  অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ১৬৬ জন, দাখিলে ১৭৭ জন ও কারিগরিতে ২৯ জন রয়েছে।

জেলার সব কয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিসটি) সাদেকুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ও ভোলা সদর মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান উপস্থিত ছিলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কঠোর নির্দেশনা ছিল।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।