ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা সাধারণ সম্পাদক আদনান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
ঢাবির ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা সাধারণ সম্পাদক আদনান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২৩-২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।  

এতে সভাপতি হিসেবে অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক আদনান মুস্তারি নির্বাচিত হয়েছেন।

 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডিইউডিএস কার্যালয়ে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।  

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী একবছর দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে ১৮টি ভোটের মধ্যে হয়েছেন অর্পিতা গোলদার ও আদনান মুস্তারি দুজনেই ১১ টি করে ভোট পেয়েছেন।  

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ২০২২-২৩ সেশনের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ ফুয়াদ হোসেন। এছাড়াও ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও তাওহীদা জাহান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।