ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে গণ-ইফতার, এ যেন মিলনমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
খুবিতে গণ-ইফতার, এ যেন মিলনমেলা

খুলনা: রমজানের শিক্ষা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সর্বস্তরে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে গণ-ইফতারের আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠ এ গণ-ইফতারের আয়োজন করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এ ইফতারে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকেন। এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামি বিভিন্ন পরিবেশনা করতে থাকেন। দোয়া-মোনাজাত পর্বের পর মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন।

গণ-ইফতারির অন্যতম আয়োজক সাইফুল্লাহ খালিদ বলেন, রমজানের মাহাত্ম্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব তুলে ধরতে ও ইসলামে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আমাদের এ ইফতার কর্মসূচি। এতে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।