ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

উত্তরায় জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, জুলাই ১৬, ২০২৪
উত্তরায় জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় সড়ক অবরোধ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এদিকে ছাত্রলীগের আসার খবরে আন্দোলনকারী শিক্ষার্থীরাও প্রস্তুতি নিতে শুরু করেছেন।

 

অপরদিকে বিমানবন্দর এলাকা থেকে ছাত্রলীগ কর্মীদের আসার খবর পেয়ে ক্ষণে ক্ষণে উত্তপ্ত হতে শুরু করেছে উত্তরা এলাকা।  

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকে উত্তরা হাউস বিল্ডিং থেকে বিএনএস সেন্টার ও আজমপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।  

এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। কোটা বিরোধী শ্লোগানে মুখরিত উত্তরা রাজপথ। টঙ্গী-উত্তরা ফ্লাইওভার থেকে আজমপুর ফ্লাইওভার পর্যন্ত এলাকায় শিক্ষার্থীদের অবস্থান। এর দুই পাশেই যানবাহন স্থবির হয়ে আছে।  

এই সড়ক বন্ধ করায় গাজীপুর থেকে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা যৌক্তিক দাবিতে সড়কে নেমেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ছাত্রলীগ মারধর করে রক্তাক্ত করেছে। এর প্রতিবাদে আজ মাঠে নেমেছেন তারা।  

শিক্ষার্থীরা বলছেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমরা কোটা সংস্কার চাই।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এসজেএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।