ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

‘ব্যক্তিগত’ কারণে ইবি ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগ

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
‘ব্যক্তিগত’ কারণে ইবি ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন।  

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনজনই। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

তবে এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ফোনকল রিসিভ করেননি। অন্যদিকে উপ-উপাচার্য ফোনকল রিসিভ করলেও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে উপাচার্যের গাড়ি চালক ফরহাদ হোসেন বলেন, ‘ভিসি স্যার আমাকে বললো, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরবো না। ’ তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।