ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছিনতাইয়ের অভিযোগে রাবিতে ছাত্রলীগ কর্মী আটক

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২

রাবি: চাঁদাবাজি-ছিনতাইসহ মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।  

আটক ওই শিক্ষার্থীর নাম ইমরান হোসেন ডেভিড।

তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের ১১তম এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।

তার বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং ছাত্রলীগের একাধিক সংঘর্ষ ও মারামারিতে নেতৃত্বে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে পুলিশ ডেভিডকে আটক করে মতিহার থানায় নিয়ে যায়।

ওই বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বাংলানিউজকে অভিযোগ করে বলেন, ‘ডেভিড অনেকদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অপরাধ কর্ম করে আসছিলেন। একপর্যায়ে আমাদের বেশ কয়েকজন সহপাঠীদের কাছ থেকে চাঁদাবাজি ও মারধর করেছেন। ‘

তারা জানান, মঙ্গলবার তারা ডেভিডকে ডেকে বিষয়টি সমাধান করার জন্য বলেন। কিন্তু, ডেভিড উত্তেজিত হয়ে তাদের হত্যার হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তারা বাধ্য হয়ে বিভাগীয় সভাপতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজকে বলেন, ‌’দীর্ঘদিন থেকে অভিযুক্ত ওই শিক্ষার্থী ক্যাম্পাসে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্ম করে আসছিলেন বলে অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ‘

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আটকের সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, জিজ্ঞসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে ডেভিডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।