ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদরাসার সাফল্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদরাসার সাফল্য

ব্রাহ্মণবাড়িয়া: এবারের আলিম পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা।  

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর উপজেলার এ মাদরাসা থেকে আলিম পরীক্ষায় ৩৯ জন শিক্ষার্থী অংশ নেন।

তারা সবাই পাস করেছেন। শতভাগ পাসের মধ্যে দুজন শিক্ষার্থী এ+, ১৬ জন এ এবং ২১ জন এ- পেয়েছেন। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন আব্দুল্লাহ বলেন, আল্লাহপাকের অশেষ রহমতে বসুন্ধরা গ্রুপ এবং এলাকাবাসীর সহযোগিতা ও আমাদের শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রমে ছাত্র-ছাত্রীদের এ ফলাফল করা সম্ভব হয়েছে। আমরা আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি।

ইসলামী জ্ঞান বিশ্বময় ছড়িয়ে দিতে বসুন্ধরা গ্রুপ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিষ্ঠা করেছে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা।

প্রতিষ্ঠালগ্ন থেকে ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। প্রতি বছরের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।