ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ৩ নভেম্বর

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ৩ নভেম্বর

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের (২০২৩-২৪ সেশন) অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে রোববার (০৩ নভেম্বর)। এদিন সকাল ও বিকাল ২ পর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীনদের বরণ করে নেওয়া হবে।

রোববার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খাঁন।

তিনি বলেন, রোববার (২০২৩-২৪ সেশন) নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় এ ইউনিট এবং বিকাল আড়াইটায় বি ও সি ইউনিটের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

নবীনবরণ অনুষ্ঠানে শাবিপ্রবির ২০২৩-২৪ সেশনের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খাঁন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা,অক্টোবর ২৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।