ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অধ্যক্ষ না ফিরলে ক্লাসে ফিরবেন না সিটি কলেজের শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
অধ্যক্ষ না ফিরলে ক্লাসে ফিরবেন না সিটি কলেজের শিক্ষার্থীরা

ঢাকা: ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নেয়ামুল হক ও উপাধ্যক্ষ মোখলেছুর রহমানের পদত্যাগ এবং বৈধ অধ্যক্ষ বেদর উদ্দিনকে পদে ফিরিয়ে না আনা পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে তাদের দাবি আদায় না হলে বুধবার (৩০ অক্টোবর) থেকে আবারও আন্দোলনে নামবেন তারা।

এর আগে সোমবার দুপুরে কলেজের সামনের সড়কে এক ঘণ্টা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সাইন্সল্যাব এলাকার সড়কে যল যান চলাচল বন্ধ হয়ে যায়।

সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান করেন। এ দিন দ্বিতীয় বর্ষের আইসিটির পরীক্ষা ছিল। পরীক্ষা না দিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন।

শিক্ষর্থীরা জানান, সোমবার বেলা ১টার দিকে শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের দিকে গেলে সাত তলার একটি বাথরুমে আশ্রয় নেন পদ দখল করা অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। শিক্ষার্থীদের বিক্ষোভে অধ্যক্ষসহ শিক্ষকরা জিম্মি হয়ে পড়েন। দীর্ঘ সময় পর সেনাবাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সন্ধ্যায় ছাত্রদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ বৈঠক করে ছাত্রদের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।