ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

সাত কলেজের জন্য ‘স্বতন্ত্র পরিচয়’, শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সাত কলেজের জন্য ‘স্বতন্ত্র পরিচয়’, শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত

ঢাবি: ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের একটি স্বতন্ত্র পরিচয় দেওয়া হবে’-শিক্ষা উপদেষ্টার এমন আশ্বাসে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার।

তিনি জানান, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে ৫ নভেম্বর আন্দোলনকারীরা একটি বৈঠক করেছেন। এতে শিক্ষা উপদেষ্টা ৭ কলেজ শিক্ষার্থীদের একটি স্বতন্ত্র পরিচয় দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন এবং একাডেমিক কার্যক্রমে ফিরে গিয়েছেন।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করবেন। তবে অধিভুক্তি বাতিল হলেও সাত কলেজকে ফের পেছনে ফেরানো হবে না। বরং সাত কলেজ শিক্ষার্থীদের জন্য নতুন একটি ‘স্বতন্ত্র পরিচয়’ তৈরি করা হবে।

নাঈম হাওলাদার আরও বলেন, তবে কোন প্রক্রিয়ায় এ পরিচয় তৈরি করা সম্ভব, সেটা মন্ত্রণালয়ের গঠিত কমিটি ও একটি বিশেষজ্ঞ টিম নির্ধারণ করবে। এজন্য তিনি আমাদের থেকে সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে তিনি সাত কলেজের সবগুলো ক্যাম্পাস পরিদর্শন করবেন। মন্ত্রণালয়ের গঠিত কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার বিষয়েও তিনি আমাদের আশ্বস্ত করেছেন।

নতুন কাঠামো তৈরির আগে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই কার্যক্রম পরিচালনা করবে জানিয়ে তিনি বলেন, (স্বতন্ত্র প্লাটফর্ম তৈরি হওয়া পর্যন্ত) সময়ের মধ্যে সাত কলেজের স্বাভাবিক ক্লাস-পরীক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। সাত কলেজের জন্য নতুন কাঠামো তৈরি হওয়া ও পরিচালনা কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ করা এবং সনদ প্রদান করার মতো নিয়মিত কার্যক্রমগুলো সম্পাদন করবে।

তবে এখনই আন্দোলন থেকে চূড়ান্তভাবে সরে আসছেন না জানিয়ে তিনি বলেন, আন্দোলন সাময়িক স্থগিত মানে এই নয় যে আমরা আন্দোলন থেকে একেবারে সরে এসেছি। শিক্ষা উপদেষ্টা আমাদের থেকে সময় চেয়েছেন। তার সম্মানে এবং দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কোনো কার্যকরী সমাধান না হলে আমরা আবার রাজপথে নেমে আসব।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির কারণে নানা বৈষম্যের অভিযোগ গত ২২ সেপ্টেম্বর একটি স্বতন্ত্র প্লাটফর্ম করার দাবি জানান সাত কলেজের একদল শিক্ষার্থী। এরপর তারা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন। কলেজ অধ্যক্ষদেরও একই স্মারকলিপি দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ, নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ এবং ক্লাস-পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৩১ অক্টোবর আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা ও শ্রম উপদেষ্টা। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা প্রশাসনের প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হননি। পরে ৫ নভেম্বরের বৈঠকে শিক্ষা উপদেষ্টা একটি স্বতন্ত্র পরিচয় দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এফএইচ/এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।