ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষার মান উন্নয়নে এডিপির সঙ্গে ৫৬০ কোটি টাকার ঋণচুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, অক্টোবর ২, ২০১২

ঢাকা: মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের শিখন পদ্ধতি শক্তিশালী ও সমন্বিত করার মাধ্যমে শিক্ষার গুণগতমানের উন্নয়নের জন্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ৫৬০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

মঙ্গলবার বেলা ১২টার সময় শের-ই-বাংলা নগরে এনইসি কার্যালয়ে এ ঋণচুক্তি সই হয়।



বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল মাহমুদ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো চুক্তিতে সই করেন।

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৬৮০ কোটি টাকা। এর মধ্যে এডিবি সহজ শর্তে ঋণ দেবে ৫৬০ কোটি টাকা।

বাকি ১২০ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
এমআইএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।