ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা ভর্তি মেলা স্প্রিং-২০২৫ উপলক্ষে ভর্তি ফি ও টিউশন ফিতে নানাবিধ সুযোগ ও স্কলারশিপ পাচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা স্প্রিং-২০২৫।  

বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় ভর্তি মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।

১৪ দিন ব্যাপী এই মেলা চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে মেলা উপলক্ষে বিভিন্ন বিভাগের ১৪টি স্টল ও বিভিন্ন ক্লাবের প্রদর্শনসহ মোট ২৭ স্টল রয়েছে। যেখানে সব স্নাতক প্রোগ্রামে ২৫-১০০ শতাংশ স্কলারশিপ এবং সব স্নাতকোত্তর প্রোগ্রামে ২৫-৫০ শতাংশ শতাংশ স্কলারশিপে ভর্তি চলছে। এ মেলায় ভর্তি হলে শিক্ষার্থীরা স্পেশাল স্কলারশিপের পাশাপাশি আকর্ষণীয় ব্যাগ ও অন্যান্য উপহার পাবে।

মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটির উপাচার্য বলেন, উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৪০টি প্রোগ্রাম চালু রয়েছে এবং আমাদের মোটো হচ্ছে ‘এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ’। এবারের ভর্তি মেলা স্প্রিং-২০২৫ উপলক্ষে ভর্তি ফি ও টিউশন ফিতে নানাবিধ সুযোগ ও স্কলারশিপ দিচ্ছি।

ভর্তি মেলা স্প্রিং-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটি উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিরেক্টর, শিক্ষক ও শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।