ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ববির দুই হল ও লাইব্রেরির নাম বদলে দিলেন শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
ববির দুই হল ও লাইব্রেরির নাম বদলে দিলেন শিক্ষার্থীরা

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করে ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি’র পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, ‘বঙ্গবন্ধু আবাসিক হল’র পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং ‘শেখ হাসিনা হল’র নাম ‘কবি সুফিয়া কামাল’ লেখা ব্যানার টানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নতুন নাম লেখা ব্যানার টানান তারা। এরপর শিক্ষার্থীরা দুপুরে এ বিষয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ৭ কার্যদিবসের মধ্যে নাম পরিবর্তন করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম সাহেদ জানান, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির নাম থেকে ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত’, ‘আবাসিক বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ নাম পরিবর্তন করার দাবি করেছিল শিক্ষার্থীরা। কিন্তু এখনো নাম পরিবর্তন করা হয়নি। তাই শিক্ষার্থীরা নিজেরই নাম বদলে ব্যানার টানিয়েছে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টানিয়েছে। পরে বিকাল তিনটার দিকে উপাচার্য ও তার কাছে একটি স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছে, ফ্যাসিস্ট হাসিনা পতনের দীর্ঘ ৬ মাস অতিক্রম হয়েছে। অথচ এখনো ফ্যাসিস্টদের নামে বিভিন্ন ভবনের নাম রয়েছে। বিপ্লবী ছাত্ররা পূর্বেই আওয়ামী দোসরদের নামগুলো ভেঙে ফেলেছিলো। কিন্তু অফিসিয়ালভাবে নামগুলো পরিবর্তন করা হয়নি। আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ও কেন্দ্রীয় লাইব্রেরির নামফলকের ব্যানার টানিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, বঙ্গবন্ধুর পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম ‘কবি সুফিয়া কামাল’ টানিয়েছে। পাশাপাশি বঙ্গমাতা হলের নাম জুলাই বিপ্লবের ১১ জন নারী শহীদের মধ্যে থেকে (শহীদ নাফিসা হল বা শহীদ রিয়া গোপ হল) নির্ধারণ করার আবেদন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে নামগুলো সিন্ডিকেটের মাধ্যমে অফিসিয়ালি বাস্তবায়নের দাবি করা হয়েছে।

উপ-উপাচার্য বলেন, সিন্ডিকেট সভার মাধ্যমে নাম পরিবর্তন করতে হয়। সিন্ডিকেট সভায় যদি সভাপতি উপাচার্য নাম পরিবর্তনের বিষয়টি অ্যাজেন্ডাভুক্ত করেন। তবে আলোচনার মাধ্যমে নাম পরিবর্তনের সিদ্বান্ত হবে। জরুরি কোনো বিষয় হলে উপাচার্য সিন্ডিকেট সভা আহ্বান করে বিষয়টি সমাধান করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ