ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজতে সাদা দলের কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজতে সাদা দলের কমিটি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে শিক্ষক নিয়োগে অনিয়ম-দুর্নীতি এবং বৈষম্যের শিকার হওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহে একটি কমিটি গঠন করেছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

শুক্রবার (১৭ জানুয়ারি) সাদা দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এটি প্রকাশ্যে আসে।

কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম এ কমিটি অনুমোদন করেছেন। এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাদা দল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।  
সভায় গত ১৫ বছর (২০০৯-২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব সম্মানিত শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং এ সময় শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার একটি বিবরণ তৈরির জন্য নিম্নোক্তদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের ইউনিটসমূহের আহ্বায়কদের সহযোগিতায় আগামী এক মাসের মধ্যে একটি রিপোর্ট প্রস্তুত করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি রিপোর্টটি চূড়ান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দিবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাবে। সাদা দলের সমর্থক শিক্ষকরাসহ সংশ্লিষ্ট অন্যান্যদের উক্ত কমিটিকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার জন্য সাদা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।