ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে ভর্তির স্থগিত আবেদন শুরু সোমবার, পোষ্য কোটা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
রাবিতে ভর্তির স্থগিত আবেদন শুরু সোমবার, পোষ্য কোটা নেই

রাজশাহী:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ সেশনে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির স্থগিত প্রাথমিক আবেদন শুরু হচ্ছে সোমবার (২৭ জানুয়ারি)। এ বছর ভর্তি প্রক্রিয়া বিতর্কিত পোষ্য কোটা থাকছে না।

রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার গণমাধ্যমকর্মীদের জানান, প্রাথমিক আবেদন সোমবার দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

তিনি জানান, এরপর চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে।  

ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত বি ইউনিট ১২ এপ্রিল, এ ইউনিট ১৯ এপ্রিল ও সি ইউনিট ২৬ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়াকরণ ফি পুনর্নির্ধারণ করে এবার সার্ভিস চার্জসহ ২২ টাকা করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন জানান, আগামীকাল থেকে স্থগিত হওয়া ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলবে। এ বছর পোষ্য কোটা থাকবে না।  

গত বছর সেপ্টেম্বর থেকেই ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ফলে ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১ জানুয়ারি ১ শতাংশ কোটা রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

কিন্তু এ সিদ্ধান্তও প্রত্যাখ্যান করে পরদিন প্রশাসন ভবন তালাবদ্ধ করে কিছু শিক্ষার্থী এবং শতাধিক কর্মকর্তা কর্মচারীকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। ফলে রাতেই এই কোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দিতে বাধ্য হন উপাচার্য। এ ঘটনার প্রতিবাদ ও সম্পূর্ণ কোটা পুনর্বহালের দাবিতে কয়েক ধাপে কর্মবিরতি দিয়ে আন্দোলন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।