ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসুর ভোট পুনরায় হাতে গণনার অনুরোধ উমামা ফাতেমার 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪২, সেপ্টেম্বর ১৫, ২০২৫
ডাকসুর ভোট পুনরায় হাতে গণনার অনুরোধ উমামা ফাতেমার  উমামা ফাতেমা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট পুনরায় ‘ম্যানুয়ালি’ গণনার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।  

এছাড়াও শিক্ষার্থীদের কাছে ভোটারদের তালিকার কপি এবং সিসিটিভি ফুটেজ  উন্মুক্ত করার দাবিও জানিয়েছেন তিনি।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার বরাবর এমন আবেদন জমা দিয়েছেন।  

আবেদনপত্রে উমামা লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।  

আবেদনপত্রে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে উমামা ফাতেমা সদস্য প্রার্থী নওরিন সুলতানা তমা সই করেছেন।  

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।