ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

শিক্ষা

ঢাবি ভিসির পাশে সাদা দল, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
ঢাবি ভিসির পাশে সাদা দল, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ঢাবি ভিসির সঙ্গে সাদা দলের নেতাদের সাক্ষাৎ

ঢাকা: ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছে ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।  

এ ঘটনায় ঢাবি প্রশাসনকে যেকোনো সমস্যায় সাদা দলের পক্ষে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাদা দলের শিক্ষক নেতারা।

 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে সাদা দলের আহ্বায়ক কমিটির নেতারা ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এ সময় চলমান পরিস্থিতি নিয়ে সাদা দলের শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি যেকোনো সঙ্কটে সাদা দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবে বলে আশস্ত করেন।  

এতে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন), অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

এছাড়া সাদা দলের নেতারা ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খানকে বলেছেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা গোপনে আওয়ামী পন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যে কারণেই গত শনিবার শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীল দলের শিক্ষক নেতারা শিক্ষক সমিতির কার্যক্রমকে সক্রিয় করার দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় যে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা উদ্ভূত ঘটনাকে উস্কে দিতে চাইছে। এ বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানসহ প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় ঢাবি সাদা দল।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।