ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ১০ রোজার মধ্যে ক্লাসের সমাপ্তি চায় গণতান্ত্রিক ছাত্রসংসদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
ঢাবিতে ১০ রোজার মধ্যে ক্লাসের সমাপ্তি চায় গণতান্ত্রিক ছাত্রসংসদ

ঢাকা: পবিত্র রমজান মাসের প্রথম দশদিনের মধ্যে অফলাইন ক্লাস শেষ করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। প্রয়োজনে বাকি ক্লাস অনলাইনে নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (০৬ মার্চ) গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ও সদস্যসচিব মহির আলমসহ একদল নেতাকর্মী এ দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি দেয়।

এ সময় আরও ছিলেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি প্রমুখ।

স্মারকলিপিতে তারা বলেন, ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ন্যায্যমূল্যে পুষ্টিকর খাবারের সুব্যবস্থা নেই। রমজানের সময় এই সংকট আরও প্রকট হয়। হলগুলোর ক্যান্টিন এবং মেসের নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের জন্য দীর্ঘসময় রোজা রাখা অত্যন্ত কষ্টসাধ্য।  

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী ২৩ রমজান অর্থাৎ ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্টসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

তারা বলেন, হলের খাবারের দাম ও মান বিবেচনায় রমজানে এত দীর্ঘদিন হলে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে উঠছে। রমজান মাসে বিশ্ববিদ্যালয় এলাকায় খাবারের অপ্রাপ্যতার কারণে অমুসলিম শিক্ষার্থীদেরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি বর্তমান আবহাওয়া বিবেচনায় মূল ক্যাম্পাস থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্লাসে আসাটাও কঠিন হয়ে পড়েছে।

তারা বলেন, এ অবস্থায় শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ রমজানের মধ্যে অফলাইনে সব শিক্ষা কার্যক্রম সমাপ্ত করার দাবি উত্থাপিত হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে ডিপার্টমেন্টগুলো অনলাইন ক্লাস পরিচালনা করতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।