ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

শিক্ষা

খুবিতে গণ-ইফতার, এ যেন রোজাদারদের মিলনমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
খুবিতে গণ-ইফতার, এ যেন রোজাদারদের মিলনমেলা

খুলনা: `মাহে রমজান এলো বছর ঘুরে/ মুমিন মুসলমানের দ্বারে দ্বারে/ রহমতেরই বাণী নিয়ে/ মাগফিরাতের পয়গাম নিয়ে / এলো সবার মাঝে আবার ফিরে’। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী সাইফুল্লাহ খালিদের সুমধুর কণ্ঠে এমন রমজানের গানে মুগ্ধ হয়েছেন রোজাদাররা।

 

শনিবার (৮ মার্চ) খুবির কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতারে আগত প্রায় আড়াই হাজার রোজাদার মুগ্ধ হন তার ইসলামী গানে।  

শিক্ষার্থীসহ সাধারণ রোজাদার আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকেন। এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী বিভিন্ন পরিবেশনা করতে থাকেন। ইফতারির আগে দোয়া-মোনাজাত পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস । মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন।

ইফতারিতে অংশ নেওয়া খুবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ গণ-ইফতার কর্মসূচির আয়োজন করে। ইফতার মাহফিলের আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সকল শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবে পরিণত হয় । প্রায় আড়াই হাজার রোজাদার একসাথে এই ইফতারিতে শামিল হন বলে ধারণা করা হচ্ছে।

 

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমআরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।